শ্যামনগর জলবায়ু পরিবর্তনের ইয়ুথ ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তনের ইয়ুথ নেটওয়ার্ক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। শনিবার সকাল ১১ টার সময় সংস্থার প্রকল্প অফিসে ১৮-৩৫ বছর বয়সী ইয়ুথদের নিয়ে জলবায়ু পরিবর্তনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয় মূলক প্রতিষ্ঠানের ম্যানেজার আম্বিয়া খাতুন, মৃত্তিকার ইয়ুথ লেডার শিমলা রানী ,অর্পিতা রানী,পাপিয়া মন্ডল, আসমা জোবেদা মিস্ত্রি, রিমা সরদার সেতু মিস্ত্রি, নবমিতা, রুম্পা মুন্ডা, পারভীন,ইয়াসমিন, মনিরা আক্তার, শিউলি,পারমিতা রানী,ফাহমিদা সুলতানা প্রমুখ।জলবায়ু পরিবর্তনের কারণে শুধুমাত্র বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে না। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি, অসময়ে বৃষ্টি, অতিবৃদ্ধি, অনাবৃষ্টি, খরা, হঠাৎ বন্যা, সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়া, নদীভাঙনের প্রকোপ বৃদ্ধি ইত্যাদির ধারাবাহিক প্রভাব ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ওপর প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব ফেলছে।সংস্থাটি দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক (Right Based Awareness metting) যুব ও নারীর ক্ষমতায়নে মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার শিমলা রানী,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *